রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ ও মেরামত শেষে সোমবার সকাল নয়টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, উদ্ধার ও মেরামতের কাজ শেষ হয়েছে। সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যে যাচ্ছে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে গাজীপুর হয়ে মোহনগঞ্জ যাচ্ছিল। পথে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর যমুনা, বলাকাসহ কয়েকটি ট্রেন আশপাশে স্টেশনে আটকা পড়ে।
জয়দেবপুর রেল জংশনের মাস্টার মো. সাইদুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে দেড়শ’ গজ এলাকার রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: কালাইয়ে অবৈধভাবে গুদামে ধান রাখায় যুবলীগ নেতার ধান আটক
/এআর/