টাঙ্গাইলে ইউপি নির্বাচনে পুলিশের গুলিতে আহত যুবকের মৃত্যু

টাঙ্গাইলটাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপের নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে আহত আলমগীর হোসেন (৩২) মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি কালিহাতী উপজেলার পোষণা উত্তরপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে গত ৪ জুন কোকডহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় মেম্বর প্রার্থী আমীর আলীর সমর্থক আলমগীরসহ ১০/১২ জন লোক কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে গুলি চালালে আলমগীর গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আলমগীরকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে আলমগীরের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:
মুকুলের স্ত্রীর বড় ভাই এবিটি নেতা মুজিবুর ঢাকায় গ্রেফতার হন এপ্রিলে

/বিটি/