ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ফের চালু

ট্রেনের বগি লাইনচ্যুতপ্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ফের চালু হয়েছে। বেলা ১১টার দিকে রাজেন্দ্রপুরে রেললাইন থেকে সরে যাওয়া মালবাহী ট্রেনের বগি আবার লাইনে আনার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রাজেন্দ্রপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার তাজ উদ্দিন জানান, জয়দেবপুর থেকে রেলের প্রকৌশল বিভাগের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা করে বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ আবার চালু করেন।

এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনের উত্তর আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। তবে ঢাকা-ময়মনসিংহ রেল পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার তাজ উদ্দিন জানান, এটি ১২০ বগি বিশিষ্ট মিলিটারি স্পেশাল মালবাহী ট্রেন ছিল। ট্রেনটি লাইন পরিবর্তনের সময় পেছন দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এই ঘটনায় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস, ফোরটি সেভেন আপের যাত্রা বিলম্বিত হয়।

আরও পড়ুন- 


জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা বোর্ডের রশি টানাটানিতে বিপাকে শিক্ষার্থীরা

/এফএস/