মুন্সীগঞ্জে ‘মা ইলিশ’ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জনিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা থেকে ১৬ জেলেকে আটক করে পুলিশ। এদের মধ্যে ১৪ জনকে কারাদণ্ড এবং দুইজনকে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে ৫০ কেজি ‘মা ইলিশসহ’ ওই জেলেদের আটক করা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। পরে ১৪ জন জেলেকে একমাস করে কারাদণ্ড এবং আরও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেকুজ্জামান।
মাওয়া নৌ-ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ কেজি ইলিশসহ ওই ১৬ জন জেলেকে আটক করে মাওয়া নৌ-ফাঁড়ি পুলিশের সদস্যরা।
পরে ভ্রাম্যমান আদালত আটক জেলেদের কারাদণ্ডাদেশ ও জরিমানা করেন। জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে।

/এসএ/