আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

সাভারআশুলিয়ায় কথা বলার সময় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ দম্পতির মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম জাফর মিয়া। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের (ঢামেক)বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

আগে গত শনিবার (২২ অক্টোবর) আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার চান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জাফরের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকায়। সে স্থানীয় একটি কারখানায় নিরাপত্তা কর্মীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২২ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় মোবাইল ফোন চার্জ দিয়ে কথা বলছেন জাফর মিয়া। এসময় হঠাৎ মোবাইল বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে জাফর মিয়া ও তার স্ত্রী দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাভারের গণ্যস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে জাফরকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। টানা ৫দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে জাফরের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

/এমডিপি/