বাংলা ট্রিবিউনকে সাখাওয়াত হোসেন

‘না. গঞ্জে বিএনপির ভোট ৬০ ভাগ’

সাখাওয়াত হোসেননারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন দাবি করেছেন, ‘সিটি করপোরেশন এলাকায় বিএনপির ৬০ ভাগেরও বেশি ভোট আছে। সুষ্ঠু ভোট হলে বিএনপি এ নির্বাচনে ৬০ ভাগ ভোটেই জয়ী হবে ইনশাল্লাহ। জয়ী হলে সিটি করপোরেশনকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে।’

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকার এসব কথা বলেন সাখাওয়াত। এর আগে কয়েকদিনের নাটকীয়তার পর সকালে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী হিসেবে সাখাওয়াতের নাম ঘোষণা করা হয়।

সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, ‘নারায়ণগঞ্জে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীসহ আওয়ামী লীগ নেতারা এখনও ক্ষমতার দাপট দেখাচ্ছেন, ক্ষমতার অপব্যবহার করছেন। আইভী সিটি করপোরেশন থেকে এখনও পদত্যাগ না করে নগর ভবন ব্যবহার করছেন। এখনও সরকারি গাড়ি ব্যবহার করছেন। অন্যদিকে জেলা পরিষদের প্রশাসক আবদুল হাইও জেলা পরিষদে বসে শলাপরামর্শ করছেন। ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। কিন্তু মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ আছে। মানুষ ভোট দিতে চায়।’

মনোনয়ন পাওয়া প্রসঙ্গে সাখাওয়াত বলেন, ‘এটা আমার জন্য একটি বড় অর্জন। আমি যে কোনও মূল্যে আমাকে মূল্যায়িত করার প্রতিদান দেবো। আমি সব সময়ে ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও সেটা হবে।’

আরও পড়ুন-

নাসিকে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাড. সাখাওয়াত হোসেন

কী হবে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে?

/এফএস/