আইভীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ সাখাওয়াতের

সাখাওয়াত হোসেননারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। শুক্রবার সন্ধ্যায় তিনি এ অভিযোগ করেন।

শুক্রবার সকালে আইভী সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন। ওই সময় আইভীর পক্ষে স্লোগান দেওয়া হয়। এছাড়া বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের ২ নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের বৈঠক হয়। ওই সময় বাইরে সমর্থকরা আইভী ও নৌকার পক্ষে স্লোগান দিলে বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে রাস্তা বন্ধ হয়ে যায়।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা নিবার্চন কমিশনারের আচরণ দেখে হতাশ। আমাদের জনসমর্থন দেখে নির্বাচন কমিশন সরকার দলীয় পক্ষ নিয়ে কাজ করছে। আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী একের পর এক আচরণ বিধি লঙ্ঘন করছেন। তিনি সরকার দলীয় প্রভাব খাটিয়ে যাচ্ছেন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি ক্ষুদে বার্তার মাধ্যমে আইভীকে সতর্ক করা হয়েছে। আর বিকালে আওয়ামী লীগের পার্টি অফিসে প্রার্থী ছিলেন না। আমাদের জানানো হয়েছে সেখানে জেলা পরিষদ নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে। তারপরও আমরা সতর্ক আছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/বিটি/