আজ হানাদার মুক্ত হয়েছিল মাদারীপুর

Madaripur 10-12-16 (Mukto Dibosh)

১৯৭১ সালের ১০ ডিসেম্বর মাদারীপুরে মুক্তিযোদ্ধা ও হানাদার বাহিনীর মধ্যে সরাসরি সম্মুখযুদ্ধের মাধ্যমে এ জেলা মুক্ত হয়। বাঙালি মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে।

১৯৭১ সালের ২২ এপ্রিল পাকিস্তানি বাহিনী বিমান থেকে মাদারীপুরে গোলাবর্ষণ শুরু করে। ২৪ এপ্রিল সড়ক পথে শহরে প্রবেশ করে এআর হাওলাদার জুট মিলে স্থাপন করে হানাদার ক্যাম্প। সেখানে নির্যাতন ও অসংখ্য মানুষকে হত্যা করে গণকবর দেয় হানাদাররা। এরপর শহর ছেড়ে পাকিস্তানি বাহিনী চলে যাওবার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দারে মুক্তিযোদ্ধারা ব্রিজ ভেঙে দিয়ে রাস্তা বন্ধ করে চারদিক থেকে আক্রমণ শুরু করে। ৩ দিন ও ২ রাত সম্মুখযুদ্ধের পর ১০ ডিসেম্বর মাদারীপুর হানাদারমুক্ত হয়। হানাদারমুক্ত হওবার আগে শত্রুর বাংকারে গ্রেনেড হামলা করতে গিয়ে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ১৪ বছর বয়সী সরোয়ার হোসেন বাচ্চু।

/এসটি/