ব্যালট বাক্স লুট হওয়ার প্রশ্নই আসে না: ডিআইজি

ভোট দিতে উদ্বুদ্ধ করতে কর্মকর্তারা লিফলেট বিলি করেননারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট বাক্স লুট বা ছিনতাইয়ের মতো কোনও ঘটনাই ঘটবে না বলে আশ্বস্ত করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান।

বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়া হলের সামনে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকরা ‘ব্যালট বাক্স লুট কিংবা ছিনতাইয়ের’ কোনও আশঙ্কা আছে কিনা জানতে চাইলে ডিআইজি বলেন, ‘প্রশ্নই আসে না’।

তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা প্রস্তুত। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে যা একটি মডেল হিসেবে থাকবে। এ ব্যাপারে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই। আমরা চাই না এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। পুরোপুরি গ্রহণযোগ্য হয় সেরকম নির্বাচনই হবে।’

ডিআইজি বলেন, ‘কাল (বৃহস্পতিবার সকাল থেকে আপনারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন। সবাইকে বার্তা পৌঁছে দিন যেন সবাই ঘর থেকে বের হয়ে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় সেজন্যই আমাদের এখানে এসে পর্যবেক্ষণ করা। আমরা কোনও কিছুকেই চ্যালেঞ্জ মনে করছি না। সবকিছুই স্বাভাবিক হবে।’

ডিআইজির সঙ্গে জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন। পরে তারা নির্বাচনে ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিলি করেন।

ডিআইজি আরও বলেন, ‘সুশৃঙ্খলভাবে ও নির্ভয়ে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী সেবিষয়ে সর্বদা সতর্ক রয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করেন তবে যেকোনও ওসি পরিবর্তন করতে পারেন। এতে আমাদের কোনও আপত্তি নেই। তবে এখন পর্যন্ত কাউকে পরিবর্তন করার কোনও প্রয়োজন আমরা অনুভব করছি না।’

আরও পড়ুন- 


বর্ষবরণে শ্লীলতাহানি: কোনও ভিকটিমের বক্তব্য পায়নি পিবিআই

/এফএস/