৭ খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদেরনারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়কে ‘বিরল’ ঘটনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ রায় হল অপরাধীদের জন্য আদালতের কঠোর সতর্কবার্তা।’ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত সাত খুনের প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।  

ওবায়দুল কাদের সম্প্রতি নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে বলেন, ‘দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সঙ্গে ইসি গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ার তাদের দ্বিতীয়বার আলোচনার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি কীভাবে সার্চ কমিটি গঠন করবেন এটা তার বিষয়। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর কোনও ভূমিকা নেই।’সেতুর পাইলিং কাজ

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাইদুল হক, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন ও উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম।

মন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এ ৩টি সেতু নির্মাণে ব্যয় হবে সাড়ে ৮ হাজার কোটি টাকা। এতে জাপানি দাতা সংস্থা জাইকা দেবে সাড়ে ৬ হাজার কোটি টাকা। বাকি দুই হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় ৭ জন জাপানি নিহত হওয়ার পর কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। কিন্তু শিডিউলে বিলম্ব হয়নি। ২০১৮ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতু খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। একই সঙ্গে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতুও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- 



বোনের বাড়িতে রসরাজ, কাটছে না নিরাপত্তা নিয়ে শঙ্কা