গাজীপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে হত্যা মামলায় ডাকাতদলের এক সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তার নাম রুবেল শামা (২৬)। একই সঙ্গে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রবিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার অন্য আটজনকে খালাস দিয়েছেন আদালত।  

দণ্ডপ্রাপ্ত রুবেল শামা সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার কাঠালবাড়ি ভোগরা বাজার এলাকার বাসিন্দা। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

গাজীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মেদ জানান, ২০১২ সালের ৮ নভেম্বর শ্রীপুর থানার ভাংনাহাটি গ্রামে আব্দুস সোবহানের বাড়িতে আসামিরা ডাকাতি করার উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা আব্দুস ছোবহানের ভাতিজা মোস্তফা কামালের গলায় ছোরা ধরলে তার ছেলে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে দুইটি ককটের বিস্ফোরণ ঘটায়। ককটেলের বিকট শব্দে মোস্তফা কামাল হার্ট অ্যাটাকে মারা যান। ডাকাতদের হামলায় আব্দুস সোবহানের বড় ভাই সিদ্দিকুর রহমান আহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোস্তফা কামালের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় নিহতের চাচা আবদুস সোবাহান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত দেবনাথ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালে ১৯ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালে ১৫ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র গঠন করে ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। দীর্ঘ শুনানি শেষে রবিবার আদালত ওই রায় ঘোষণা করেন।

/এমডিপি/