দেশে অংশীদারিত্বের নির্বাচন চাই: ইসি মাহবুব তালুকদার

Kishoreganj Election Commissioner-01 (3)নতুন নির্বাচন কমিশনের সদস্য (ইসি) মাহবুব তালুকদার বলেছেন,‘আমরা চাই দেশে অংশীদারিত্বমূলক নির্বাচন হোক। এমনটা না হলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চেয়ারম্যানপদে উপ-নির্বচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ইসি মাহবুব তালুকদার বলেন, ‘অংশীদারিত্বমূলক নির্বাচন হলে, নির্বাচনের একটা ব্যালেন্স থাকে। তখন নির্বাচনে কোনও অনিয়ম বা দুর্নীতি ঢুকতে পারে না। এছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, রাজনৈতিক দলগুলোর এমন কথা বলারও সুযোগ থাকে না। আর এমন নির্বাচনই আমাদের সবসময় কাম্য।’

তিনি আরও বলেন,‘আমাদের লক্ষ্য থাকবে সবাইকে নিয়ে নির্বাচন করা। আর সবাইকে নিয়ে নির্বাচন না করলে তাহলে নির্বাচন কমিশন কী করবে? এছাড়া নির্বাচনে যেন কেউ বাদ না পড়ে সে চেষ্টাই আমাদের থাকবে।’

নির্বাচন কমিশনার বলেন,‘আমরা সরকারের অধীন নই, আমরা কেবল রাষ্ট্রের অধীনে। এছাড়া আগামী ৬ মার্চ দেশে যে নির্বাচনগুলো হচ্ছে, এগুলো বর্তমান ইসি প্রথম নির্বাচন।আর এ নির্বাচনের সাফল্যের ওপর আমাদের পরবর্তী নির্বাচনের সাফল্য নির্ভর করবে।’

সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে রিটার্নিং অফিসার তরফদার মো. আক্তার জামীল, নির্বাচন কমিশনের ময়মনসিংহের আঞ্চলিক কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন ও হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন বক্তৃতা করেন।

প্রসঙ্গত, আগামী ৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হচ্ছে হোসেনপুরে। গত উপজেলা নির্বাচনে জয়ী উপজেলা চেয়ারম্যান আয়ুব আলী মৃত্যুবরণ করায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

/এমডিপি/