জঙ্গিবাদ সমর্থনকারীরা দেশের শত্রু: শিল্পমন্ত্রী

নারায়ণগঞ্জে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘যারা জঙ্গিবাদ সমর্থন করে তারা কখনই দেশের জন্য মঙ্গলজনক না। তারা দেশের শত্রু। তারা কখনোই বন্ধু হতে পারবে না।’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এখন স্বয়ংসম্পন্ন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। সে কারণেই বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়াই ৩০ হাজার কোটি টাকার পদ্মা সেতু করছি আমরা। ২০০৯ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ছিল ২৬ হাজার টন খাদ্য ঘাটতি। সেই খাদ্যঘাটতি পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য রফতানি করছি।’

অনুষ্ঠানে স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্য শারমিন হাবিব বিন্নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।

মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  জিএম আরাফাত, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ। 

/বিএল/

আরও পড়ুন:
‘বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের’

‘ওদের বেঁচে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম’