X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ওদের বেঁচে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম’

চট্টগ্রাম ব্যুরো
১৬ মার্চ ২০১৭, ১৩:৩১আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৩:৩৯

নানার কোলে তানিশা বুধবার (১৫ মার্চ) বিকালে আরবি পড়তে সীতাকুণ্ডের প্রেমতলায় ‘ছায়ানীড়’ নামের বাড়িতে গিয়েছিল মাহমুদা সুলতানা তানিশা (৭)। একটু পরেই পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। বাড়ির অন্য বাসিন্দাদের সঙ্গে ভেতরে আটকা পড়ে তানিশাও। উদ্বেগ আর উৎকণ্ঠায় অস্থির হয়ে পড়েন তার স্বজনরা। অবরুদ্ধ ওই বাড়িতে জঙ্গিদের গ্রেনেড ও আত্মঘাতী হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হলে তাদের সেই উদ্বেগ পরিণত হয় আতঙ্কে। এতকিছুর পর তানিশাসহ অন্য জিম্মিদের যে ‘ছায়ানীড়’ থেকে তানিশাসহ অন্য জিম্মিদের জীবিত উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলেন তানিশার নানা নিজাম উদ্দিন।
নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরবি পড়তে গিয়ে ওই বাড়ির ভেতর আটকা পড়েছিল তানিশা। তারা (অবরুদ্ধ লোকজন) যে বেঁচে ফিরবে, এই আশা আমরা ছেড়েই দিয়েছিলাম। তানিশা খুব ভয় পেয়েছে। ও রীতিমতো আতঙ্কিত অবস্থায় আছে। এখনও ঠিকমতো কথাই বলতে পারছে না।’
জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর সোয়া ৬টা থেকে ছায়ানীড়ের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। অপারেশন অ্যাসল্ট সিক্সটিন নামের এই অভিযানে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে অংশ নেন চট্টগ্রাম সোয়াত, র‌্যাব ও পুলিশ সদস্যরা। অভিযান শুরুর পর সোয়াত সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। অভিযানে নব্য জেএমবির সদস্য এক নারী ও তিন পুরুষ জঙ্গি নিহত হয়েছে। অভিযানে আহত হন সোয়াতের দু’জন, পুলিশের একজন ও ফায়ার সার্ভিসের একজন সদস্য।
অভিযান শেষ হওয়ার পর এই বাড়ি থেকে ২০ জনকে উদ্ধার করা হয় বলে জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। এর মধ্যে ওই বাড়ির গ্রিল কেটে ছয় জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর (ডিএডি) কামাল উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, উদ্ধার হওয়া সবাইকে সীতাকুণ্ড থানায় নেওয়া হয়েছে।
ডিআইজি আরও জানান, অপারেশন শেষে এখন বোম্ব ডিসপোজাল ইউনিট বাসার ভেতরে প্রবেশ করছে। তারা বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে।
এর আগে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় নামারবাজারে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন-

/এফএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার
এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
স্পিকারদের আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন শিরীন শারমিন চৌধুরী
স্পিকারদের আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন শিরীন শারমিন চৌধুরী
জীবনের শেষ অ্যাকাডেমিক পরীক্ষায় তৃতীয় হয়েছেন সেই অবন্তিকা
জীবনের শেষ অ্যাকাডেমিক পরীক্ষায় তৃতীয় হয়েছেন সেই অবন্তিকা
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক