আবারও আইভীর বিরুদ্ধে অভিযোগ করলেন শামীম ওসমান

শামীম ওসমান ও আইভীআবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অভিযোগ করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি দাবি করেন, তার বাবা একেএম সামসুজ্জোহার নামে নারায়ণগঞ্জে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কিন্তু আইভী ক্রীড়া কমপ্লেক্সের নাম ‘সামসুজ্জোহার’ নামে না করার জন্য ক্রীড়া পরিষদ ও যুব মন্ত্রণালয়ে গোপন চিঠি দিয়েছেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকালে বন্দর সমরক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

শামীম ওসমান বলেন, ‘আমি সেই একেএম সামসুজ্জোহার ছেলে যার নাম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার নামে নারায়ণগঞ্জে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইতোমধ্যে আমি ফান্ডেরও ব্যবস্থা করেছি। কিন্তু দুঃখের বিষয় সিটি করপোরেশন থেকে আমার ছোট বোন আইভী ক্রীড়া পরিষদ ও যুব মন্ত্রণালয়ে গোপন চিঠি দিয়েছে যে এর নামকরণ ‘সামসুজ্জোহার’ নামে করাটা সমীচীন হবে না।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযোদ্ধা বাবাকে সম্মান না দেন, অসম্মান করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি।’

/বিএল/

আরও পড়ুন:

বিমানবন্দরের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১