ফরিদপুরে অপহৃত শিশু উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

গ্রেফতারের প্রতীকী ছবিমানিকগঞ্জ থেকে অপহৃত সাত বছরের শিশু মো. ইমন হোসেনকে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- অপহরণ চক্রের সদস্য মো. আনোয়ার হোসেন (২৮) ও সহযোগী মোছা. হেনোরা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। পরে উদ্ধারকৃত শিশু ইমনকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় শিশুটিকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় দু সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গত ২৪ মার্চ মানিকগঞ্জ সদরের নালরা এলাকার মালদ্বীপ প্রবাসী আকতার হোসেনের শিশুপুত্র ইমনকে সন্ধ্যার দিকে শ্যুটিং দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় আনোয়ার হোসেন। সে আকতার হোসেনের বাড়িতে শ্রমিকের কাজ করতো। পরে মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আনোয়ার।

এ নিয়ে ইমন হোসেনের দাদা মো. আরশাদ আলী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরিবারের লোকজন র‌্যাব ফরিদপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে র‌্যাব অপহরণকারীদের মোবাইল ট্র্যাক করে তাদের গ্রেফতার করে।

/এমও/