নারায়ণগঞ্জে শিকল দিয়ে বেঁধে ব্যবসায়ীকে নির্যাতন, ইউপি সদস্য আটক

Narayanganj_Businessmen recover

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিল্লাল নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার এএসআই আবুল কালাম আজাদ।  

উদ্ধারকৃত ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল হোসেন উপজেলার বারদী ইউনিয়নের আফাজউদ্দিনের ছেলে। তিনি জানান, তিনি সোমবার রাতে ফুলদী বাজার এলাকায় একটি দোকানে বসে ছিল। এসময় পিরোজপুর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে ইউপি সদস্যের অফিসের নিয়ে আসে। পরে রাত ১১টার দিকে মোশারফ ও তার লোকজন তাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে।

অভিযানের নেতৃত্বে দেওয়া সোনারগাঁও থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১টায় মোশাররফ হোসেনের অফিসে অভিযান চালিয়ে শিকল বাঁধা অবস্থায় বিল্লাল হোসেনকে উদ্ধার করা হয়। ওই সময় মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সবার অভিযোগ ও বক্তব্য তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে বিল্লালকে আটকে রাখা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও পাওয়া গেছে। বিল্লাল হোসেন জানান, মোশাররফ মেম্বার আমার কাছে টাকা পাবে বলে মিথ্যা অপবাদ দিয়ে জোরপূর্বক  তুলে এনে তার অফিসে শিকল দিয়ে বেঁধে মারধর করেছে।

অপরদিকে আটকৃত ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, আমি বিল্লাল হোসেনের কাছ থেকে জমি কেনার বায়না বাবদ ৬ লাখ টাকা পাই। সে টাকা দিবে দিবে বলে কয়েক বছর পার করায় আমি তাকে ধরে এনে টাকা আদায়ের চেষ্টা করেছি।

/জেবি/

আরও পড়তে পারেন: লাশ শনাক্ত করতে সিলেটের পথে জঙ্গি মনজিয়ারার পরিবার