ফরিদপুরে ইয়াবাসহ চাকরিচ্যুত কারারক্ষী আটক

 

Atok2

ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার রাতে সদর উপজেলার শিবরামপুর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ চাকুরিচ্যুত এক কারারক্ষীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৯শ’ পিস ইয়াবা ও ১ লাখ ৮৫ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম জাফর আলম (৪০)।

ফরিদপুর কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজিমউদ্দিন জানান,  শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শিবরামপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালায়। এসময় সার্বিক পরিবহনের একটি বাসে তল্লাশিকালে জাফর আলম  নামে এক যাত্রীকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে পুলিশ। এসময় সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯শ পিস ইয়াবা ও ১ লাখ ৮৫ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জাফর আলম জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছে। আটক জাফর আলমের বাড়ি রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি শ্যামনগর গ্রামে। সে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসাবে চাকরি করতো। গত ৭ মাস আগে মাদক ব্যবসা ও বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

/জেবি/ 

আরও পড়তে পারেন: হ্যান্ডকাপ পড়িয়ে ৫০ হাজার টাকা ছিনতাই: কনস্টেবল ক্লোজ