গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জে মাইক্রোবাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জে মাইক্রোবাস ও থ্রি-হুইলারের (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর থানার এএসআই দেলোয়ার হোসেন (৩২), শহরের পূর্ব মিয়াপাড়ার ইজি বাইকচালক আজাদ সেখ (২৬), জেলার কোটালীপাড়া উপজেলার পুন্নবর্দি গ্রামের শাহাদাহ হাওলাদরের স্ত্রী জেসমিন বেগম (৪০), শাহাদাহ হাওলাদরের দুই মেয়ে কুলসুম খানম (২৫) ও সুমাইয়া খানম (১৭) এবং গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামের কাশেম মোল্লার ছেলে মোজাহিদ মোল্লা (৩৫)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস চেচানিয়াকান্দিতে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশের  এএসআই দেলোয়ার হোসেন ও ইজি বাইকের ড্রাইভার আজাদ শেখসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চার জনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে এক কিশোরীসহ আরও তিন জনের মৃত্যু হয়।

আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শ করেছেন।

পুলিশ জানায়, লাশ ৬টির ময়নাতদন্ত শেষে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

/এফএস/এমএ/

আরও পড়ুন- 
সশস্ত্র ইউনিট চায় দুদক