মানিকগঞ্জে বজ্রাঘাতে পাঁচ জন নিহত

বজ্রাঘাত

মানিকগঞ্জে বজ্রঘাতে পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার বেলা আড়াইটার দিকে সিংগাইরের বায়রা কাটাখালি ও সাটুরিয়ার হরগজ চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.খন্দকার ইমাম হোসেন বজ্রাঘাতে হতাহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, সিংগাইরের জামালপুর গ্রামের নজগর আলীর ছেলে তাহের (৪০), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল বারেক (৪৫),  রওশন আলীর ছেলে আসলাম হোসেন (৪০) ও সাটুরিয়ার হরগজ চরপাড়া গ্রামের মৃত. গনেশ চন্দ্র সরকারের ছেলে জয়ন্ত চন্দ্র সরকার (১২) ও মৃত. গোবরধনের ছেলে নিতাই চন্দ্র সরকার (১৬)। 

বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে নিহত ওই তিনজনসহ আরও ১০/১২ জন শ্রমিক কাটাখালি খেতে ধান কাটছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে বারেক ও তাহের নিহত হন। আহত ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসলামের মৃত্যু হয়। আহত  পাঁচ জনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বজ্রাঘাতে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো.লুৎফর রহমান জানান, হাসপাতালে ভর্তি আহত ৫ জনের মধ্যে দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি তার হরগজ ইউনিয়নের ৭ ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেন ভুঁইয়ার উদ্ধৃতি দিয়ে বাংলা ট্রিবিউনকে জানান, বেলা ৩টার দিকে হরগজ চরপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে জয়ন্ত ও নিতাইয়ের মৃত্যু হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারীতে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার