দৌলতদিয়ায় উপচে পড়া ভিড়, পারাপারে নিয়োজিত ১৮ ফেরি ও ২৮ লঞ্চ

দৌলতদিয়ায় উপচে পড়া ভিড় (ছবি: রাজবাড়ী প্রতিনিধি)ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়ছে দৌলতদিয়ায়। দুপুর নাগাদ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে এখন পর্যন্ত ১৮টি ফেরি ও ২৮ টি লঞ্চ যাত্রী পারাপারে কাজ করছে বলে জানিয়েছে বিআইডব্লিটিসি ও বিআইডব্লিউটিএ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের যৌথ তৎপরতা চলছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীবাহী বাস ও লোকাল ঈদযাত্রী পারাপারে প্রস্তুত রাখা হয়েছে ১৯টি ফেরি। বর্তমানে এরুটে ১৮টি ফেরি চলছে। শুক্রবারের সন্ধ্যার মধ্যে এ বহরে আরও একটি ফেরি সংযুক্ত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ও যান্ত্রিক ত্রুটি দেখা না দিলে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।’

আলামিন শিপিং লাইন্স এর ম্যানেজার এম এ সেলিম জানান, ‘দৌলতদিয়া-পাটুরিয়া ও কাজীরহাট-আরিচা নৌরুটে ঈদের আগে ও পরে সাধারণ যাত্রী পারাপারে প্রস্তুত রয়েছে ৩৩টি লঞ্চ। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলছে প্রায় ২৮টি লঞ্চ। আর লঞ্চে পারপারে নারী, শিশু ও প্রতিবন্দীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনও ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এতদিন যেমন ২৫ টাকা ভাড়া ছিল ঈদের সময়েও তাই থাকছে।’

এদিকে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে বাস, ট্রাক, মাইক্রোবাস, থ্রি-হুইলার ও লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে গত সপ্তাহে মতবিনিময় সভা করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার সালমা বেগম পিপিএম। তিনি সমিতির মালিক ও নেতাদের প্রতি নির্দেশনা দেন, যেন ঈদ উপলক্ষে কোনও যানবাহনে ভাড়া অতিরিক্ত আদায় করা না হয়। যাত্রীদের হয়রানি বন্ধে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতি অনুরোধ জানান যেন ঘাট এলাকায় কোনও দালাল না থাকে। এছাড়াও রাতে লঞ্চঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশনা দেন পুলিশ সুপার। বিআইডব্লিউটিসির প্রতি বিশেষভাবে অনুরোধ জানান যেন যানবাহন পারাপরে পর্যাপ্ত ফেরি সচল থাকে। এছাড়া ঘাটে ছিনতাইকারী, মলমপাটি, পকেটমার বা হিজরাদের দৌরাত্ম কমাতে ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারীর কথা জানান তিনি।

/এফএস/

আরও পড়ুন-


ঈদের বাসযাত্রা: দ্বিতীয় দিনে ‘দুই ঘণ্টা লেট’