গাজীপুরে ২ গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার

গাজীপুরগাজীপুরে পৃথক ঘটনায় দুই গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাঁকাকূড়া গ্রামের জিয়াউর রহমান (৩৬) ও কুড়িগ্রাম জেলা সদরের খোনারপাড় গ্রামের মো. আব্দুল কাদের কাকন (২২)।



জয়দেবপুর থানার এসআই আল আমিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার এক বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন জিয়াউর। সে স্থানীয় নাওজোর এলাকার শ্যারন গার্মেন্টস লিমিটেডের শ্রমিক। শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার ফরেস্ট চেক পোস্টের পাশে একটি নালায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। নিহতের গলাকাটা ও ডান পাঁজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে একই থানার এসআই নূরুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়াপাছর এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাই কাইয়ুমসহ ভাড়া থাকতেন কাকন। সে স্থানীয় মুনলাইট গার্মেন্টস লিমিটেডের শ্রমিক। বৃহস্পতিবার (২২ জুন) রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি কুনিয়াপাছর এলাকার মির্জাবাড়ি সড়কের পাশে কাকনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ দুটি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুটি ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
/এআর/