ঢাকা-রাজশাহী মহাসড়কে ধীরগতি, বাস-ট্রাকের দীর্ঘ সারি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কে শনিবার সকাল থেকেই ধীরগতিতে চলছে বাস-ট্রাক। ফলে যানজট না থাকলেও সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

ধীরগতিতে চলছে ঢাকা-রাজশাহী মহসড়কে গাড়িসকাল থেকে দুপুর পর্যন্ত এই মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলতে দেখা যায়। সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বর থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার অংশে ধীরগতির কারণে থেমে থেমে চলছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হাজারও যানবাহন। তবে সওজ ও পুলিশের লোকজন রাস্তায় তৎপর রয়েছেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ ও বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাদের শনিবার সকাল থেকে মহাসড়কে দেখা গেছে। সেতুর পশ্চিম পাড়ে কড্ডা মোড়ের ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনেও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুল আলম খানকে দুপুরে দেখা যায়। ট্রাফিক পুলিশকে তৎপর রাখতে তিনিও মাঠে রয়েছেন।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন উদ্দিন বলেন, ‘শনিবার সকাল থেকে যানজট না থাকলেও মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়ায় যানজট নেই।’

সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল কড্ডা মহাসড়কে অবস্থানকালে বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষজনের নির্বিঘ্নে চলাচলে আমরা তৎপর রয়েছি। আমাদের প্রকৌশলীরা সার্বক্ষণিক মহাসড়কে থেকে কোথাও কোনও সমস্যা আছে কি না, বা কোথায় কি ধরনের বাস্তব পদক্ষেপ নিতে হবে, তা দেখছে। ঢাকা ও উত্তরাঞ্চলের দিকে সমান তালে বাস-ট্রাক চলাচল করায় এবার চাপও বেশি।’

/এমও/