মুন্সীগঞ্জে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

Photo munshiganj 21.07 (3)মুন্সীগঞ্জ সদরের পূর্ব নয়াগাঁও এলাকা থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্য সপ্তাহের কার্যক্রমের অংশ হিসাবে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মোজাম্মেল ফিশিং নেট থেকে ১ লাখ টাকার মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কারখানার মালিকের স্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Photo munshiganj 21.07 (4)নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মৎস্য সপ্তাহ কার্যক্রমের অংশ হিসাবে অভিযান চালাই। এ সময় মোজাম্মেল ফিশিং নেট থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিকভাবে মূল্য ১ লাখ টাকা। এ সময় কারখানার মালিক মোজাম্মেলের স্ত্রী পারভীন বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ফেলা হবে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিয়ুর রহমান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্র্মকর্তা ফারুক ময়েদুজ্জামান উপস্থিত ছিলেন।

/বিএল/