যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেফতার

গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে শিরিনা আক্তার (২৯) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে আহত করেছে তার স্বামী। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত দুইটার দিকে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্বামী রায়হানকে (৩৫) গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার কুমারডুলি এলাকার মোহাম্মদ আলীর ছেলে রায়হানের সঙ্গে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা এলাকার বাড়ৈপাড়া এলাকার মৃত আ. কাদিরের মেয়ে শিরিনা আক্তারের সঙ্গে বিয়ে হয়। সোমবার রাতে  রায়হান মিয়া সঙ্গে স্ত্রী শিরিনা আক্তারের যৌতুক নিয়ে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামী রায়হান তার স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ির লোকজন শিরিনাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ রাতেই কৃষ্ণপুরা এলাকা থেকে স্বামী রায়হানকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শিরিনার চাচা আ. হালিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়তে পারেন: এলজিইডির অধীনে ২ হাজার কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন