মাকেই পূজা করলেন সন্তানরা

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়ায় অর্ধশত মায়ের পূজা করেছেন সন্তানরানিজ মাকেই পূজা করেছেন সন্তানরা। দেবী মনে করে শঙ্খ ও ঢাক বাজিয়ে পুষ্পাঞ্জলী দিয়ে অর্ধশত মায়ের পূজা করলেন তারা। মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় সোমবার রাতে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। মায়ের প্রতি সন্তানদের এই ভালোবাসায় খুশি সবাই। আয়োজকদের দাবি, নিজ মাকে পূজা করলে সব দেবতাকে তার মধ্যেই খুঁজে পাওয়া যায়।

নকুল বিশ্বাস সাহিত্য একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যেক মা ও সন্তানরা।

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়ায় অর্ধশত মায়ের পূজা করেছেন সন্তানরাআয়োজক সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস বলেন, ‘নিজ মাকে পূজা করলে সব দেবতাকে খুঁজে পাওয়া যায়। আর এতে মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা আরও বেড়ে উঠবে। এতে পৃথিবীতে কোনও বৃদ্ধাশ্রম থাকবে না। আমরা বৃদ্ধাশ্রমগুলো তালাবদ্ধ দেখতে চাই। বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আরও বেড়ে উঠুক।’

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়ায় অর্ধশত মায়ের পূজা করেছেন সন্তানরামঙ্গল প্রদীপ জ্বেলে মায়েদের চরণ ধৌত করার পর নতুন বস্ত্র দান করে বিল্যপত্র ও পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আশীর্বাদ চান নিজ নিজ সন্তানরা।

চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হওয়া পূজা শেষ হয় মায়েদের মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে। মায়ের প্রতি ভালোবাসা ও মাকে পূজা করলে সন্তানের মঙ্গল হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা।