গাজীপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী

বাল্য বিয়েগাজীপুর মহানগরের বসুগাঁও এলাকায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অনন্যা আক্তার ঐশী (১৫) নামে এক কিশোরী।

গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, সোমবার (১৬ অক্টোবর)ওই কিশোরীর বিয়ের দিন ধার্য ছিল। দুপুরে স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে বিয়ের সংবাদ জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিয়ে ওই বাড়িতে গিয়ে কিশোরীর বাবা পরিবহন শ্রমিক সামসুদ্দিনকে আটক করা হয়। তাদেরকে জেলা প্রশাসন কার্যালয়ে এনে প্রাপ্ত বয়সের আগে বিয়ে না দেওয়ার লিখিত অঙ্গীকার নিয়ে সন্ধ্যায় কিশোরীকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন:
নাটোরে স্মার্টফোন না পেয়ে গৃহবধূর আত্মহত্যা