তোলারাম কলেজের হোস্টেল পানির নিচে, ছেলেমেয়েরা ভদ্র বলে রাস্তায় নামেনি: শামীম ওসমান

তোলারাম কলেজের অনুষ্ঠানে শামীম ওসমান এমপি (ছবি: না.গঞ্জ প্রতিনিধি)নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ তোলারাম কলেজের হোস্টেল পানির নিচে তলিয়ে আছে। কলেজের ছেলে-মেয়েরা ভদ্র যে এখনও রাস্তায় নামেনি।’ তিনি আরও বলেন, ‘তোলারাম কলেজকে একটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। আজ শিক্ষার্থীরা যেভাবে শিক্ষার দিকে ঝুঁকছে তাতে শেখ হাসিনার বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারি তোলারাম কলেজে যে ধরনের সুযোগ থাকা প্রয়োজন তা নেই। আমার কাছে লজ্জা লাগে নারায়ণগঞ্জে ফ্যাসেলেটিস নামে একটি ডিপার্টমেন্ট থাকার পরও তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা বিশুদ্ধ পানি খেতে পারে না। কয়েকদিন আগে আমি ফ্যাসেলেটিস ডিপাটমেন্টে চিফ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন বিষয়টি দেখবেন। আজকের অনুষ্ঠানে নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন। উনি তোলারাম কলেজের হোস্টেলসহ কী কী সমস্যা আছে তা দেখবেন। সেগুলো চিফ ইঞ্জিনিয়ারকে অবগত করবেন এবং তিনি আমাকে অবহিত করবেন। আমি সরকারকে জানাবো। কিভাবে টাকা আনতে হয় আমি খুব ভালো করে জানি।’

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান ও শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি, বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির যুগ্ম মহাসচিব ও সরকারি তোলারাম কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, নবীণবরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর সায়েরা বেগমসহ অনেকে।

আরও পড়ুন- শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ