শ্রীপুরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

গাজীপুর

গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়াকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সুমন শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড (কড়ই তলা) গ্রামের জালাল উদ্দিনের ছেলে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে আহত সুমনের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতের ছোট ভাই সোহেল রানা জানান, সুমন স্থানীয় এক্স সিরামিক্স কারখানার পরিত্যাক্ত মালামাল (ওয়েস্টেজ) ব্যবসায়ী। রবিবার রাতে ওই কারখানার সামনে থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কয়েক জন দুর্বৃত্ত সড়কে বিদ্যুতের তার দিয়ে ব্যারিকেড দিয়ে তার পথরোধ করে। এসময় কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পথচারীরা এগিয়ে আসে। এসময়  দুবৃর্ত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা আলহেরা হাসপাতাল ও পরে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালের পাঠানোর পরামর্শ দিয়েছেন।  

এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে আহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযোগে কারো নাম উল্লেখ না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত না করে প্রকৃত ঘটনা সম্পর্কে বলা যাচ্ছে না। 

আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় চার জনের কারাদণ্ড