রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

 পরিত্যক্ত অবস্থায় উদ্ধার অস্ত্র ও গুলি

রাজবাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা সদরের চন্দনী ইউনিয়নের কাবিলপুর গ্রামের একটি বাগান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর।

তিনি জানান, এসময় দুইটি একনালা বন্দুক, তিনটি ওয়ান শুটারগান, তিনটি চাপাতি, দুইটি রামদা ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাদের কাছে তথ্য ছিল কাবিলপুর গ্রামে হারুনের বাগানে একদল চরমপন্থী অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কোনও চরমপন্থিকে পা্ওয়া যায়নি। তবে ওই বাগানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার একটি বস্তার ভিতর থেকে এই অস্ত্রগুলো পাওয়া যায়।

আরও পড়ুন: গ্রাম্য সালিশে আড়াই লাখ টাকায় ধর্ষণ চেষ্টা মামলার মীমাংসা