খুলনায় মুরগির চেয়ে টমেটোর দাম বেশি

কাঁচা বাজার

খুলনা মহানগরীতে সব ধরনের সবজি পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে নিউ মার্কেট খুচরা বাজারের দূরত্ব এক কিলোমিটার। তারপরও পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারের কাঁচা মালের দাম দ্বিগুণ। খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। ধনিয়া পাতার কেজি ২০০ টাকা।

পাইকারি বাজারের রুবেল ভাণ্ডারের ম্যানেজার নিতাই দেবনাথ বলেন,‘আগের চেয়ে শীতের সবজি আমদানি অনেকটা বেড়েছে। এর ফলে সবজির দাম অনেক কমেছে। সামনে আরও কমবে।

তিনি বলেন,‘যশোর ও মেহেরপুরে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। ওখানকার ৯০ ভাগ সবজি ব্যাপারিরা এ আড়তে আনেন। এছাড়া আশপাশের অঞ্চল থেকেও সবজি আসছে। বর্তমানে শীতকালীন সবজির কোনও ঘাটতি নেই।’

নিউ মার্কেটের খুচরা বিক্রেতা আলমগীর হোসেন জানান, ‘পাইকারি বাজার থেকে সবজি আনতে পরিবহন খরচসহ আনুসঙ্গিক বিভিন্ন খরচ রয়েছে। তাই খুচরা বাজারে দামে পার্থক্য হয়।’

সোনাডাঙ্গা ট্র্যাক স্ট্যান্ড সংলগ্ন পাইকারি কাঁচা বাজারে দেখা যায়, সিম ৩০-৩২ টাকা, ওলকপি ১৫ টাকা, ছোট বরবটি ২২-২৪ টাকা, চিকন বরবটি ৩০-৩৫ টাকা, পেপে ১২ টাকা, পাতা কপি ১৫-১৬ টাকা, পটল ২৫-৩০ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, রসুন ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভালও মানের টমেটো ৯০-১০০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতি পিস লাউ ২০-২৫ টাকা।

পাইকারি বাজার থেকে ১ কিলোমিটার দূরে নিউ মার্কেট কাঁচা বাজারে সিম কেজি প্রতি  ৬০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, ধনিয়া পাতা ২০০ টাকা, দেশি পেঁয়াজ ৭৫-৮০ টাকা, আমদানিকৃত ৫৫ টাকা, বরবটি ৬০ টাকা, পেয়াজের কালী ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। মিস্ত্রি পাড়া বাজারে খুচরা সিম কেজি প্রতি  ৫০ টাকা, পাতা কপি ৩০ টাকা, ফুল কপি ২০ টাকা, আলু ২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, দেশি পেঁয়াজ ৮৫ টাকা, রসুন ৯০ টাকা, লালশাক, পোটল, ফুলকপি ও বেগুন ৪০ টাকা, পালং শাক ৫০ টাকা, লাউ ২০ টাকা, কাঁচা ঝাল ৮০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১১০ টাকা, গরুর মাংস ৪৮০ টাকা এবং খাসির মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউ মার্কেটের চাল বিক্রেতা মো. মোমিন জানান, এক সপ্তাহের ব্যবধানে চিকন চাল কেজিতে ১-২ টাকা কমেছে। এছাড়া মোটা চালের দামও কমছে। এখন নতুন চাল উঠার সময়। তাই ১ থেকে ২ টাকা করে দাম কমতে শুরু করেছে।

 আরও পড়ুন: রংপুরে তাণ্ডবের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি মির্জা ফখরুলের