সাড়ে ৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল শুরু, ফাইল ছবিঘন কুয়াশার কারণে সাড় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ১১টা ফেরি চলাচল আবার শুরু হয়েছে। 

সোমবার রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মাঝ পদ্মায় যানবাহন নিয়ে আটকে পড়ে ছয়টি ফেরি। আর পারাপারের জন্য শিমুলিয়া ঘাটে অপেক্ষায় আছে আড়াই শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট এজিএম শাহ খালেদ নেওয়াজ একথা জানান।
তিনি জানান, সোমবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এতে মাঝ নদীতে দুইটি রো-রো, দুইটি কে টাইপ ও দুইটি টানাসহ মোট ছয়টি ফেরি আটকা পড়ে। ঝুঁকি এড়াতে রাত আড়াইটা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১১টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। নোঙর করা ফেরিগুলো ঘাটের দিকে রওনা হয়েছে। দীর্ঘ সময়ে ফেরি বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে বলেও জানান তিনি।