‘যারা দেশকে ভালোবাসতে পারে না তাদের জন্য আমার করুণা হয়’

জাফর-ইকবালশাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানমনস্ক লেখক জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘দেশকে ডিফাইন করা না গেলেও মানুষ দেশকে ভালোবাসে। যারা দেশকে ভালোবাসতে পারে না তাদের জন্য আমার মায়া হয়, করুণা হয়।’ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সরকারি তোলারাম কলেজে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর শাহ মো. আমিনুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপিকা রওনক জাহান, অ্যাসোসিয়েট প্রফেসার জীবন কৃষ্ণ মোদকসহ অনেকে।
অধ্যাপক জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ভাবতে পারো কেবল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, আসলে তা নয়। ২৫ মার্চ রাত থেকেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এই দেশের পাঁচ কোটি তরুণ। এই তরুণেরা আগামীতে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি, ২০৪১ সালে উন্নত বাংলাদেশে স্বপ্ন দেখছি তা একমাত্র এই তরুণদের ওপরই নির্ভর করছে। ’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমরা ভালোভাবে গণিত কষলে, একটু বিজ্ঞান সম্পর্কে জানলে, আরেকটু মন দিয়ে লেখাপড়া করলে দেশ বড় হবে। দেশকে বড় করার দায়িত্ব এখন তোমাদের।’
তিনি শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলেন, ‘দেশকে ভালোবাসার সহজ একটি উপায় হচ্ছে দেশের ইতিহাস সম্পর্কে জানা।’
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।’