নারায়ণগঞ্জে তিনটি অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Narayanjang

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) শীতলক্ষ্যা জোনের টাস্কফোর্স। সদর উপজেলায় ফতুল্লার কাশিপুরের ভোলাইলে ও শহীদনগরে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। এসময় ওই তিনটি অটোরিকশার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়াও ব্যাটারি চার্জ দেওয়ার  বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

ডিপিডিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিপিডিসি শীতলক্ষ্যা জোনের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন ও সহকারী প্রকৌশলী শরীফ হোসেন শহীদনগরের ১নং গলিতে অবস্থিত রেহান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ভোলাইল গেউদ্দার বাজার শান্তিনগর এলাকার নাছিরউদ্দিনের অটোরিকশা গ্যারেজ ও একই এলাকার আনোয়ার হোসেনের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজ সরেজমিন পরিদর্শন করে বিদ্যুৎ চুরির সত্যতা পান। এর মধ্যে রেহান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও আনোয়ারের গ্যারেজে হুকের মাধ্যমে বিদ্যুৎ চুরি চলছিল। অপরদিকে নাছিরউদ্দিনের গ্যারেজে মিটার টেম্পারিং করা হয়েচ্ছিল। এসময় টাস্কফোর্স অভিযান চালিয়ে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। 

ডিপিডিসি শীতলক্ষ্যা জোনের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন জানান, শহীদনগর ও ভোলাইলের ৩টি অটোরিকশা গ্যারেজে টাস্কফোর্স অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। ওই ৩টি অটোরিকশা গ্যারেজের বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে ডিপিডিসি শীতলক্ষ্যা জোনের নির্বাহী প্রকৌশলী ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শরীফ হোসেন, সহকারী প্রকৌশলী আলতামাস রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হাই, লাইনম্যান (ম্যাট) দেলোয়ার হোসেন প্রমুখ।

 আরও পড়ুন: চট্টগ্রামে কাল ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে