দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি দশ দিন ধরে নিখোঁজ

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি এম. ওবায়দুর রহমান।

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি এম. ওবায়দুর রহমান (৪৮) দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা শাখার সঙ্গে জড়িত ছিলেন। নিখোঁজ সাংবাদিক ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।

বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. লাবিবউদ্দিন আহম্মেদ লাবু ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম  রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এম.এ ওবায়দুর রহমানের নিখোঁজের বিষয়টি  নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, খুলনায় বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে যশোরের মনিবার সিনেমা হল এলাকার একটি পেট্রোল পাম্প এলাকায় খাদ্য বিরতির সময় থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ সাংবাদিক এম.এ ওবায়দুর রহমানের স্ত্রী স্থানীয় স্কুল শিক্ষিকা সখিনা সুলতানা রানু ও নিখোঁজের বিষয়টি স্বীকার করে জানান, ‘তার স্বামীর সঙ্গে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কথা হয়েছে। এরপর থেকে তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তার স্বামীর মৃগী রোগ রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে ঘিওর থানায় একটি জিডি করতে গেলে পুলিশ তাদের ঘটনাস্থল যশোর হওয়ায় সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেয়। আগামীকাল (সোমবার) যশোরে সাধারণ ডায়েরি করতে এম. এ ওবায়দুর রহমানের খালাতো ভাই আনিস যাচ্ছেন বলে তিনি জানান।
বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. লাবিবউদ্দিন আহম্মেদ লাবু ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম   স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তাদের দলের সদস্য এম. ওবায়দুর রহমান সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনের জন্য ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ থেকে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে বাসে করে খুলনা যান। প্রেস বিজ্ঞপ্তিতে তারা এম.ওবায়দুর রহমান নিওরোলজি সংক্রান্ত রোগে ভুগছিলেন বলে উল্লেখ্য করেন।

আরও পড়ুন: কামারখন্দে অপহরণের পর ধর্ষণ, চার যুবক আটক