জমি লিখে না দেওয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র পা ভেঙে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রুপগঞ্জে স্ত্রীর ঋণের টাকায় কেনা জমি স্বামীর নামে লিখে না দেওয়ায় শাবল দিয়ে পিটিয়ে স্ত্রীর ডান পা ভেঙে দিয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

আহত গৃহবধূ মাহমুদা বেগম জানান, তিনি পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার পাঁচবাড়িয়া এলাকার বাতেন মিয়ার মেয়ে। প্রায় ১৫ বছর আগে উপজেলা সদর ইউনিয়নের রূপগঞ্জ এলাকার মুক্তিযোদ্ধা রহিম মিয়ার ছেলে আওলাদ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ২/৩ বছর ধরে তার স্বামী আওলাদ হোসেন বাড়িতে আসা-যাওয়া এবং তাদের ভরন পোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ অবস্থায় মাহমুদা বেগম লোকজনের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে কোনও রকম জীবন কাটাচ্ছিলেন। গত বছর বাবার বাড়ি থেকে পাওয়া কিছু জমি বিক্রি করে এবং জমানো টাকা ও স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এক খণ্ড জমি কিনেন। জমি কেনার পর থেকে আওলাদ হোসেন ফের বাড়িতে আসা যাওয়া শুরু করেন। স্ত্রীকে তার নামে জমিটি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এতে মাদমুদা অপরাগতা প্রকাশ করলে রবিবার দুপুর সোয়া ১২টার দিকে শাবল দিয়ে এলোপাথারী পিটিয়ে মাহমুদার ডান পা ভেঙ্গে দেয় আওলাদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য মাহমুদাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসারা ইনচার্জ ঈসমাইল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মানুষ পুড়িয়ে হত্যা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না: হানিফ