ফতুল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

আদালতনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী সায়মা মনি অপুকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিছুর রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সায়মা মনি অপু নগরীর দেওভোগ আখড়া এলাকার সোবহান মিয়ার মেয়ে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, ২০১৬ সালের ৩ জুন সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন স্টুডিও দোকান মালিক সুমন ইসলাম (৩৫)। ওই ঘটনায় নিহতের বড় ভাই নূরে আলম  কামাল হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় সুমন ইসলামের স্ত্রী সায়মা মনি অপুকে গ্রেফতার করে। ১৬ জন সাক্ষী মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।