ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধঘন কুয়াশার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সোয়া সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ৭টি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের ( বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, ভোররাতের পর থেকে কুয়াশা অব্যাহত থাকলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হতে থাকে। এতে করে নৌরুটের চ্যানেল দেখা কঠিন হয়ে পরে। তারা ম্যানেজমেন্টকে বিষয়টি জানান। পরে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টা থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখে কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, এসময় মাঝ পদ্মায় আটকা পড়ে ৭টি ফেরি। অন্যদিকে পাটুরিয়া ঘাটে ও দৌলতদিয়া ঘাটে বাকি ফেরিগুলো ফেরি নোঙর করে রাখে ।
ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান, ঘন কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।