অশুভ শক্তিকে বধ করতে হবে শান্তির বার্তা দিয়ে: আইভী

04নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘অশুভ শক্তিকে শান্তির বার্তা দিয়ে বধ করতে হবে। ইসকন শান্তির বার্তা নিয়ে মানুষের মধ্যে সেই কাজটিই করে যাচ্ছে। যে কারণে দ্রুত বাংলাদেশসহ বিশ্বে তাদের নাম ছড়িয়ে পড়েছে। ’ বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে গৌরমন্ডল পরিক্রমা বাংলাদেশ সাফারি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নগরীরর দেওভোগের রাধাগোবিন্দ মন্দিরের উদ্দেগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজনে নগরীতে বর্ন্যাঢ্য র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমেরিকা,ইংলেন্ড, কানাডা ফ্রান্সসহ অর্ধশতাধিক দেশের ভক্ত ও প্রতিনিধিরা এতে অংশ নেয়।
06মেয়র আইভী বলেন, যার ভেতরে ধর্মীয় চেতনা নেই সে মানুষই না। স্রষ্ঠা পৃথীবি সৃষ্টি করেছেন মানুষের জন্য।’
তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে বলেন, ‘এই দেশ মাটি আমাদের। কারো কথায় বা ভীতিতে এই দেশে ছেরে আমরা চলে যাবো এটা হতে পারে না। এই চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।’
আইভী আরও বলেন, ‘বাংলাদেশের মতো একটি গরিব দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে উন্নত দেশের কাতারে নিয়ে এসেছেন। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।’
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাম ব্রক্ষচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার সোনালী সেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট্রের সদস্য পরিতোষ কান্তি সাহা, সাংবাদিক ফারজানা রুপা, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, অসিত বরন বিশ্বাস, রাধাগোবিন্দ মন্দিরের অধক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস ব্রক্ষচারীসহ অনেকে।