পরিবেশ দূষণ: ৮ কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

গাজীপুরপরিবেশ দূষণের দায়ে গাজীপুরের চারটিসহ তিন জেলার আট কারখানাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং। পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র ও ইটিপি গ্রহণ না করে কারখানা পরিচালনা করা, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় এসব কারখানাকে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ এপ্রিল) আট কারখানাকে এই জরিমানা করা হয়। এদিন পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) গাজীপুর, জামালপুর ও ঢাকা জেলার মোট আটটি কারখানার মালিক ও প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের ঢাকা সদর দফতরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে তাদের বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করা হয়।
জরিমানা করা কারখানাগুলো হলে গাজীপুরের জিএন কটন স্পিনিং মিলস লিমিটেড (৪ লাখ ৮ হাজার টাকা), এএ ইয়ার্ন মিলস লিমিটেড (২ লাখ ৪৪ হাজার টাকা), এ এ কোর্স স্প্যান মিলস লিমিটেড (১ লাখ ৯৫ হাজার ২শ টাকা) ও মেট্রোসেম ইস্পাত লিমিটেড (৩ লাখ ৫৬ হাজার ৮শ টাকা); জামালপুরের আলহাজ্জ্ব জুট মিলস লিমিটেড (১ লাখ ৮৮ হাজার টাকা), ঢাকার তেজগাঁওয়ের এ টু জেড প্রিন্টিং (২ লাখ ৮৪ হাজার টাকা), সাভারের লিটল স্টার স্পিনিং মিলস (২ লাখ ৮৮ টাকা) ও ট্রাস্ট ডেইরি ফার্ম (৫০ হাজার টাকা)।
পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়াই কারখানা/আবাসিক প্রকল্পের আয়তন সম্প্রসারণ, পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি ব্যাতীত কারখানা/জেনারেটর স্থাপন ও পরিচালনা করা, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দ্রব্য নির্গমন ও নির্ধারিত মাত্রার বেশি তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে জনজীবনের ক্ষতি করায় এ ক্ষতিপূরণ ধার্য করা হয়।
এর আগে, মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিম ওইসব কারখানা ও প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে।