মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

 মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল জলিল (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাটবাউর এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

জলিল ওই ভাটায় ইট পোড়ানোর কাজ করতেন। তার বাড়ি লালমনিরহাটের আদিতমারি উপজেলার সরদার পাড়া গ্রামে। আহত নারীর নাম সালমা বেগম (৩২)। তিনি ওই ভাটায় শ্রমিকদের খাবার রান্নার কাজ করতেন।

পুলিশ এবং ইটভাটা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে ভাটবাউর এলাকায় আবদুল মালেক ব্রিকস লিমিটেডের বৈদ্যুতিক তার ছিড়ে যায়। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে জলিল ওই ভাটায় বিদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় সালমা তাকে উদ্ধার করতে গেলে তিনিও আহত হন। এরপর দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন। সালমাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটার মালিক আবদুল মালেক বলেন,‘অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ায় জলিলের মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।