টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল কালাম আজাদ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার (২০ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিহত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকার বাসিন্দা।

কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান,রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকার একটি ইট ভাটায় একদল মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অপেক্ষা করছে। পরে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। পরে র‌্যাব পাল্টা গুলি চালালে একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়।  ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১শ' পিস ফেনসিডিল ও পনেরশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।