ফরিদপুরের নগরকান্দা-সালথা সড়কে সীমাহীন দুর্ভোগ এলাকাবাসীর

নগরকান্দা-সালথা সড়ক

 

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা শহরের সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় বেশিরভাগ স্থানে খানাখন্দ সৃষ্টি হয়ে জনদুর্ভোগ এখন চরমে। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী দুই উপজলার শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

জানা যায়, নগরকান্দা ও সালথা উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণ করে এলজিইডি। নির্মাণের পর থেকে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের একটা বড় অংশ এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

সড়কটির নগরকান্দা উপজেলা অংশে রয়েছে ৩ কিলোমিটার এবং সালথা উপজেলা অংশে রয়েছে ১২ কিলোমিটার। এরমধ্যে নগরকান্দা উপজেলা অংশের পুরোটাই খানাখন্দে ভরা। অপরদিকে সালথা উপজেলা অংশের প্রায় ৫ কিলামিটারের একই অবস্থা। ফলে দুই উপজেলার মানুষকে সীমাহীন দুর্ভাগ পোহাতে হয়।

ওই সড়ক দিয়ে চলাচলকারী নগরকান্দা এম এন একাডেমির শিক্ষার্থী মাসুম জানায়, সড়কে চলাচল করতে গিয়ে অনেক সময় কাদার মধ্যে পড়ে জামাকাপড়, বইখাতা ভিজে যায়। সে আরও জানায়, সড়ক দিয়ে চলাচল করা ভ্যান বা অটোরিকশা প্রায়ই উল্টে যায়। তাই যানবাহনের অভাবে বেশিরভাগ সময় হেঁটে স্কুলে যেতে হয়।

ওই সড়ক দিয়ে চলাচলকারী এনজিও কর্মী আয়শা আক্তার জানান, সড়কটি দুই উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম। এই সড়কের বেহাল দশার কারণে ঠিকমত গ্রাহকদের বাড়ি যেতে পারছি না। ফলে কাজেও অনেক সমস্যা হচ্ছে।

ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কটির একটি অংশ নগরকান্দা পৌরসভার অধীনে, তাই আমরা বলেছি পৌরসভার অংশ ছাড়া বাকিটুকু দ্রুত মেরামত করে দেবো।