সাভারে যুবলীগ-আ. লীগের গোলাগুলি, আটক ৩

সাভারসাভারে রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তিন নেতাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাভার থানা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশৃঙ্খলা ও গোলাগুলির কারণে যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও তাদের ব্যবহৃত লাইসেন্সকৃত তিনটি শর্টগান জব্দ করা হয়।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের লোকজনের রাজনৈতিক কোন্দল ও স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে সেলিম মণ্ডল তার নিজ বাড়ি আক্রাইনের উদ্দেশে রওনা দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বাড়ির সামনে পৌঁছালে সেখানে থাকা স্থানীয় কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে আওয়ামী লীগ নেতা অস্ত্র নিয়ে বের হলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।