সোনারগাঁওয়ে আগুনে তিনটি দোকানসহ প্রেসক্লাবের একাংশ পুড়ে গেছে

আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উদ্ভবগঞ্জ বাজারে প্রেসক্লাব সংলগ্ন তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। এসময় সোনারগাঁও প্রেসক্লাবের একাংশও পুড়ে গেছে। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সকালে সোনারগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বন্দর ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার নাসিরউদ্দিন ব্যাপারি জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সোনারগাঁওয়ের উদ্ভবগঞ্জ বাজারে মুজিবুর রহমানের ভ্যারাইটিজ স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মুজিবুর রহমানের দোকান, সালাউদ্দিনের দোকান ও ইলিয়াসের দোকান পুড়ে গেছে। এছাড়াও সোনারগাঁও প্রেস ক্লাবের একাংশ পুড়ে গেছে। তবে প্রেস ক্লাবের বড় ধরণের ক্ষতি হয়নি।

ভ্যারাইটিজ স্টোরের স্বত্তাধিকারী মুজিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন আগুনে তার দোকান পুড়ে গেছে।  আগুনে তার দোকানসহ তিন দোকানে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী ও বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।