নরসিংদীতে দুই মিষ্টি দোকানকে জরিমানা

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযাননরসিংদীতে পচা মিষ্টি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ফুলকলি ও কাঁটাবন নামের দুইটি দোকানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ জুন) বিকালে নরসিংদী শহরের জেলখানা মোড় এলাকায় এই জরিমানা করা হয়।

ফুলকলিকে ৮ হাজার ও কাঁটাবন অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলকলি সুইটস অ্যান্ড পিউর ফুডস থেকে গ্রাহকরা মিষ্টি কিনতে গেলে তাদের পচা মিষ্টি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে গ্রাহকদের এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া ও শাহরুখ খানের নেতৃত্বে শনিবার ভ্রাম্যমাণ আদালত দোকানটিতে অভিযান পরিচালনা করে। এসময় কাঁটাবন অ্যান্ড কোংয়েও অভিযান চালানো হয়।