করিমগঞ্জে পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

 

পানিতে ডুবে মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তারা নিখোঁজ হয়। রবিবার সকালে তাদের লাশ বাড়ির পাশে একটি ডোবায় ভেসে উঠে। পরে স্থানীয়রা মৃতদেহ তিনটি উদ্ধার করে।

নিহতরা হলো, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জোনাকি, প্রথম শ্রেণীর ছাত্রী চাঁদনী ও চার বছর বয়সী শাফায়েত উল্লাহ। তারা উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাঙ্গপাড়া গ্রামের মো. হেলাল উদ্দিন ও জ্যোস্না আক্তারের সন্তান।

আত্মীয়-স্বজনরা জানায়, তারা সবাই গত বৃহস্পতিবার উপজেলার গুণধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামে খালা আসমা আক্তারের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে তিন ভাইবোন খালার বাড়ির সামনে খেলা করছিল। কোনও এক সময় তারা বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজখুজি করেও তাদের সন্ধান না পেয়ে গুণধর ইউনিয়নে মাইকিং করা হয়। রবিবার সকালে তিন ভাইবোনের লাশ পানিতে ভেসে উঠে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে বাড়িতে পাঠিয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হেলাল উদ্দিন ও জ্যোস্না আক্তার সাত ছেলে মেয়ে।