‘দেশের জনগণ ফল মেনে নিলে আমিও নেবো’

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসান সরকারটঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের বসির উদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। মঙ্গলবার  সকাল ৮টা ২০ মিনিটে তিনি ভোট দেন।  ভোট দেওয়ার পর তিনি বলেন,  ‘ভোটের পর দেশের জনগণ ফলাফল মেনে নিলে আমিও ফলাফল মেনে নেবো।’

ভোট দিলেন হাসান সরকার

হাসান সরকার বলেন, ‘আমি রাতে প্রধান নির্বাচন কশিমনকে বলেছি আপনাদের নির্দেশ থাকার পর কেন আমার পোলিং এজেন্টদের গ্রেফতার করা হচ্ছ। তিনি বলেছেন, আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেয়নি।’

তার অভিযোগ, অনেক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অনেক এজেন্টদের সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করছে। তারপর আমি শেষ পর্যন্ত লড়ে যাবো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত ১০টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। কয়েটি কেন্দ্রের এজেন্টদদের গ্রেফতার করেছে। কয়েক কেন্দ্রের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসারকে ফোন করে পাওয়া যাচ্ছে না।

গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন আর নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।