জনগণেই আস্থা হাসান ও জাহাঙ্গীরের

আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র পদপ্রার্থীগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে (জিসিসি) প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থী জনগণের ওপর আস্থা রেখেছেন। জনগণ যে রায় দেবে তারা তা মেনে নেবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৬ জুন) সকালে ভোট দেওয়ার পর বিএনপি প্রার্থী বলেন,  ‘ভোটের পর দেশের জনগণ ফলাফল মেনে নিলে আমিও ফলাফল মেনে নেবো।’

হাসান সরকার বলেন, ‘‘আমি রাতে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি, আপনাদের নির্দেশ থাকার পর কেন আমার পোলিং এজেন্টদের গ্রেফতার করা হচ্ছে। তখন সিইসি আমাকে বলেছেন, ‘আমি ব্যবস্থা নিচ্ছি।’ কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি।’’

এদিকে, ভোট দেওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণ তাদের ভোটের মাধ্যমে যে রায় দেবে,  সেই রায় আমি মেনে নিতে প্রস্তুত আছি। জয়কে জয় আর পরাজয়কে পরাজয় মেনে নিতে আমি মানসিকভাবে প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, গাজীপুরের মানুষ আমাকে ভোট দেবে। গাজীপুরে নৌকার বিজয় আনতে পারবো বলে আমি শতভাগ আশাবাদী।’

আরও পড়ুন:

জনগণের রায় মেনে নিতে প্রস্তুত: জাহাঙ্গীর আলম

গাজীপুরে ভোটের লড়াই শুরু