বাসাইল সাময়িক স্থগিতের পর ১টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু

ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন ভোটারা

ভোটার তালিকায় গড়মিল থাকায় টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত থাকার পর পুনরায় চালু হয়েছে। শনিবার সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পযর্ন্ত  ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরে পৌনে ১১টা থেকে ভোট গ্রহণ পুনারায় শুরু হয়েছে। এ কেন্দ্রে এখন পর্যন্ত ১৮১ টি ভোট পড়েছে। এ কেন্দ্রের মোট ভোটর সংখ্যা ২২৭৫।

ভোট গ্রহণ স্থগিত থাকায় ভোটারতের  দুর্ভোগের শিকার হতে হয়েছে। ভোটারদের দীর্ঘ লাইন সৃষ্টি হয়ছিল। ভোটারদের রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে অপেক্ষা করতে দেখা গেছে।

এ ব্যাপারে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজেদুল আলম বলেন, ‘ভোটার তালিকায় সমস্যা থাকায় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছিল। একন আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।